ব্যস্ততা নিরুৎসাহ সমাহার
নিহত পাখির ডানায় থাকে ক্ষয়ের চিহ্ন
মানুষের ক্ষয় বিপদ বিশৃঙ্খল।
আর্দ্রতা ভরা চোখ সীমাহীন নীলাকাশ
পেরিয়ে যায় পথ পেরিয়ে যায় সময়।
আনন্দ উৎসবের শপথ দৈর্ঘ্যহীন
শুষ্ক বাতাসের প্রবাহ বয়ে যায় মরুভূমির অবসাদে।
কি চেয়েছি জানতে
হাড় ভাঙ্গা পরিশ্রমের হৃদয় নিংড়ানো স্বপ্ন মৃত
কাঁদের চোখে অবগাহনের জোয়ার আসে ?
কাঁদের পথ সহজ - সরল
জানি না বুঝি না - স্থান পরিবর্তন
দুহাত জুড়ে কারাবাস আমাদের
দীর্ঘশ্বাসে কেনা যায় না বাঁচার তাগিদা।
প্রাচীন যুদ্ধ ইতিহাসে গুরুত্ব পায়
নতুন যুদ্ধ বেপথে চলে অপূর্ণ
তবুও মানুষ একাকী নিভৃত।
পুণ্যশ্লোক অপদার্থ রেখা প্রকট বিবর্ণ
মানুষের চরিত্র মানুষই বদলায়
কয়েকটি প্রাণী প্রজাতির উদাসীন বন্ধন ছিঁড়ে।।
© Copyright Reserved
- Abhijit Halder
10.11.2023