চলতে চলতে বলতে বলতে অজস্র জন্ম এগিয়ে চলা
বিষাদের ছায়া অন্ধকার স্বর্গ বুকের ভিতর চন্দ্রগ্রহণ
কবিতার শব্দ গুনে বোঝা যায় না কবিতার মহত্ত্ব।

লিখিত চুক্তি অনুযায়ী হয় না মানুষের প্রত্যাশা
সমস্তটাই বেনামী অধ্যায় পড়ে থাকে
পড়ে থাকে অজানা অচেনা পথে পথে মানুষের উপেক্ষিত জীবন।

একরঙ বর্ণহীন আকাশের প্রতিবিম্ব
প্রদীপের শিখা আলো দেয় ক্ষয় হয়ে যাওয়ার জন্য
পাথরের নাম পাথর
নুড়ি বালি ইঁট রাখার মতো মানুষের বিলম্ব প্রহর গোছানো যায় না।

বিনিদ্র রজনী মৃত চোখের স্বপ্ন তাড়া করে জীবনকে
দেওয়ালে বুক ঠেকে যাওয়ার অভিনয় যেন মিথ্যা হয়
মিথ্যা হয়ে যায় কথা রাখার শব্দভাণ্ডার।
অসংখ্য শুভেচ্ছা বিনিময় একগুচ্ছ কবিতা লিখেছি আত্মজীবনীর জন্য
সেসব কবিতা রঙিন নয় কিংবা নয় আলোকিত
সেসব কবিতা আজন্ম আতঙ্কা কাটিয়ে এক পৃথিবীর সূচনা লিখছে অজানা ইতিহাসের খোঁজে।।


© Copyright Reserved
  - Abhijit Halder
08.11.2023