মৃত্যুপূর্ণ অপরাধ আমাদের
মনে হয় জনহীন জীবাশ্ম স্থলভাগ জুড়ে
সরু সরু সমুদ্রের পথ বর্ণহীন মূর্খতা
পৃথিবী সম্পর্কহীন বিনয়।
এই বেঁচে থাকা মহাশূন্য প্রাপ্তি
একাগ্রচিত্তে নিয়মশূন্য উদাসী
মানুষের চলার পথ প্রসন্ন সদৃশ।

ব্যতিক্রম মৃতের সমাধি জীবিকার খোঁজ নিতে পারে না
ভিন্ন ভিন্ন অনুরাগ অপুষ্টতা
সম্পূর্ণ হৃদয়ের গভীরে হানা দেয়
লম্পট জীবন দৃষ্টিহীন অনুশোচনা।
প্রচলিত জীবনে নক্ষত্র ক্ষয় এগিয়ে আসে একমনে।

সীমাহীন আকাশের রঙ বিনীত শত্রুতা
ক্ষুব্ধ ক্ষুব্ধ মানুষের বুক চেতনাহীন উন্মাদ
তবুও মানুষের জীবনের অভিনয় একাগ্র
পলায়ন রাত্রির বুক চিরে পালিয়ে যায়।।


© Abhijit Halder
    06.11.2023