নিভে যায় কালো রাত্রি
হতাশার কালো পতাকা ওড়ে যুদ্ধের ময়দানে।
মানুষের ভিতর মানুষ ভিড়ের ভিতর মানুষ
এভাবেই এগিয়ে যায় মানুষের জীবন।

সময় কঠিন বাস্তব
ঘর শূন্য পূর্ণতা আকাশের রঙের মিছিল
নদীর গতি কবিতার দীর্ঘপথ ব্যবধান
কেউ থাকে না মৃতপ্রায় সময়।

পা রাখা পথ জীবনবন্দী বিষাদ
নিজেকে চিনতে বুঝতে অনেক সময় লাগে
অনাদরে আদরে মুখরিত জীবন
অনুশোচনা মুক্ত আসন এগিয়ে আসে যুদ্ধের আন্দোলন।

কথা রাখা কথা কাটাকাটি মানসিকচাপ
জাতির প্রশ্ন ব্যবচ্ছেদ বিরুদ্ধ সঙ্গতি
প্রজাপতির মতো ডানা ভেঙে যায়
নিজের প্রতি অন্যের প্রতি মনস্তাপে।

কি থেকে কি হয়ে যায়
বলতে পারে না জীবন !
সত্যের পথ পাহাড় সমান উচ্চতা কঠিন
তবুও এগিয়ে যাওয়ার নাম এই মহানুভব জীবন।।

© Abhijit Halder
    07.11.2023