কবিতার জন্য এই অনুপ্রেরণা
কবিতার জন্য শব্দ বোনা
এই কবিতার জন্য পথে হেঁটে যাওয়া
আর এই কবিতার জন্য অদ্ভুত ভাবে বেঁচে থাকা।

পরাজয়ের ভাষা দিয়ে লিখেছি আত্মজীবনী
এই সময়ে কয়েকটি নদী তার গতিপথ বদলে নেয়
আর বদলে নেয় মানুষ তার নিজ নিজ চরিত্র।
তাসের ঘর ওলোটপালট বিরহের হাতছানি।
এই কবিতার জন্য দীর্ঘ পথে চলেছি একা
পাশে কেউ নেই - কেউ থাকে না !
অতিরিক্ত ব্যস্ততা জানিয়ে কাছের মানুষ চলে যায় দূরে
খোঁজ পাওয়া যায় না তাঁদের ! খোঁজ নেওয়ার কেউ থাকে না।

কবিতার জন্য আমি অপমান সহ্য করেছি
কবিতার জন্য বিরহের রাত্রি জেগেছি
এই কবিতা লেখার জন্য পথ ভুল করেছি আবার পথ চিনেছি
আর এই কবিতার জন্য অদ্ভুত ভাবে বেঁচে আছি।

পৃথিবী জানে না মানুষের হৃদয়ের ক্ষোভ
মানুষও জানে না পৃথিবীর নিয়ম নীতি
তবুও মানুষ এগিয়ে যায় জীবনের সমীকরণের পথে
আর মানুষ ভুলে যায় কাব্যের কথা
ভুলে যায় প্রিয়জন
ভুলে যায় পৃথিবীর কথা।।

© Copyright Reserved
  © Abhijit Halder
       04.11.2023