এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও একসময় ক্ষয়ে যায়
মানুষ ও ক্ষয়ে যায় অবশেষে নিদারুণ সংকটের সমীকরণে।
ভালোলাগে নীল আকাশ ভালোলাগে মৃত চোখে বিস্ময় স্বপ্ন।

পথে পথে চলি - সবই অজানা পথ
কাব্যের কথা বলি কাব্যের কথা লিখি
সত্যের মহানুভব পূর্ণ ক্ষোভ
মানুষের ভিতর বেড়ে ওঠে।
পৃথিবী ভাগে ভাগে রঙ বদলায়
বিচ্ছেদ মিএহীন উচ্ছেদ।

পায়ে পায়ে অবলুপ্তের অবলম্বন
চক্ষুচ্ছেদ দৃষ্টি ক্লান্ত অবমাননা
মানুষকে বললাম ব্যর্থ হতে
অথচ মানুষ পূর্বেই ব্যর্থ হয়ে আছে।

ভালোলাগে অমাবস্যা রাত
ইন্দ্রপুরী রজনী নক্ষত্রের অবক্ষয়
তবুও আজীবন আমি পৃথিবীর কাছে কিছু চাইতে পারিনি !!

© Abhijit Halder
   03.11.2023