বিবর্ণ আঙ্গুলে ভালোবাসা নেই যেন বিষাদ সিন্ধু
পাখিদের জন্ম তো মানুষের জন্ম নয়!
ভাগ হয়ে যাওয়া হৃদপিন্ড কাঁদের বসতভূমি !
চোখের নিমেষে সব হারিয়ে যায় যেন তুলসী পাতার জল


সূর্য দাগ অমাবস্যা রাত্রি
বিরুদ্ধ ভালোবাসা - সঙ্গহীন শিরা উপশিরা
ঈগলের ডানায় আইন, শাসন তো ব্যাভিচারী নয় !

আমার বিবশ চোখ জানে না যোগ বিয়োগের নিয়ম
সম্পূর্ণ ছেড়ে যাওয়া জনহীন নয়!
মানুষ ভুলে যায় ঋণ ভুলে যায় চোখের লুক্কায়িত দাগ।


খোলা চোখে গল্প নেই সংগ্রাম
তুচ্ছ উন্মীলনে ব্যঘাত হয় মন।


      ২৬.০৮.২০২৩
Copyright Reserved