মানুষের হৃদয়ে বাড়ছে হতাশা
সময়ের ঋণ অঢেল
কেউ নেই এখানে আজ শুনশান পরিবেশ একান্ত একা।
সমুদ্রের গর্জন শুনি হৃদয় পেতে।
মানুষ বলে না আত্মউপলব্ধির কথা
সমস্ত কথা যেন হারিয়ে গেছে গহীন বালুচরে।
গাছেদের পাতা ঝরে যায় হৃদয়ের অবকাশে
তোমাকেও বাঁচতে হবে বাঁচার মতো করে
জানি না মানুষ কতটা ভুক্তভোগী।
একান্ত আপন নির্জনে নিরাশা জমা হয় অনাহারী পালকের চিরচিহ্নে।
পথ ভোলা পথিক আমি
নেই কোনো ঠিকানা - আলোকবর্ষ বিভোর ঠিকানা দিয়ে গড়েছি জীবনের স্মৃতিচিহ্ন উঁচু উঁচু অট্টালিকার গায়ে।
কবিতার জন্ম পেরিয়ে এই আমার পরিচয় একটুকরো ছেঁড়া পাতা
যা বাতাসে উড়ে যায় কিংবা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়।
আগুন জন্ম আমাদের
পৃথিবীর বহু পথে আলো জ্বালিয়েছি আমরা
অজস্র পথ নীরবে হেঁটেছি
চোখের শ্রাবণ নেমে।।