শেষ আলো ফিরে আসে ঘরে
জোনাকিদের থেকে।
শেষ আলো তুচ্ছ নগরীর দ্বারে মহামানব আসে
নক্ষত্রের বুক চিরে।
উপলব্ধিতে ধরা পড়ে সৌহার্দ্যতা
বেহিসেবী কষ্ট ভুলে যায় আজীবনের চলতি পথে
তারপর একআকাশ উষ্ণ অভ্যর্থনা হিতৈষী
বুকের ভিতর চিএ হয়ে গেঁথে যায় আজীবন।
মানুষ মরেনি কখনও
মরেছে শুধু আত্মউপলব্ধির ভাষা।
ঠিকানা নেই চিরস্থায়ী উপভাগ জ্ঞান অবমাননা।
চরিত্র বদলে যায় শূন্য দিগন্তে
মেঘ জমে বৃষ্টি এসে ভাসিয়ে দেয় মরানদী
আর সে নদীর ওপর ভাসতে থাকে হলুদ পাতা।
একশো জন্মের হীনতা
শীতঋতু আসে জোনাকির হৃদপুষ্ট নিয়ে
কীটপতঙ্গের হইহুল্লোড়ে ভাঁটা পড়ে তীক্ষ্ণতা।
পুষ্পপ্রাপ্য অবকাশে চেতনার জয়গান লেখা
হৃদয়ের হাতেখড়িতে ডুবে যায় ঈর্ষা
বেহিসেবী পথচলতে মানুষেরা হেঁচকি তুলে এগিয়ে যায় অজানার খোঁজে।।
© Abhijit Halder
29.10.2023