রাত্রির নিকটে নিস্তব্ধতা
অভাবী ঝরা পাতায় হারিয়ে যাওয়ার চিহ্ন
পথের অদৃশ্য লেলিহান শিখায় উদারতার অস্তিত্ব আঁকে একরাশ।
নিদারুণ সংকটজনক সময়ে নীলাভ আকাশের গায়ে ধ্রুবতারার আলো
পৃথিবীর পথে পথে বীভৎসের আভাস একান্ত নিজের মতো লাগে
সাজিয়ে রাখা গোলাপের পাপড়ি শুকিয়ে যায় চোখের মরুভূমিতে।

কথার ভিতর শব্দ যুদ্ধ ক্ষুদ্র ক্ষুদ্র সংকট
পথের ধুলো এঁকে দেয় যু্দ্ধ জয়ের প্রতিচ্ছবি।
মনে মনে হড়পা বানে ভেসে যায় জীর্ণহাড় মানুষের
কাছে পিঠে অতীতের মৃতলাশ।

রাত্রির নিকটে নিস্তব্ধতা
অসংখ্য মৃত জোনাকির দেহ থেকে স্নিগ্ধতার গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে
শুধু দুপুর জীবিত বেদনার ছাপ হৃদয়ের ভিতর চেতনার সুর কাটে।

বাক্যের ভিতর মেরুদন্ড সোজা অট্টালিকা
সভ্যতার নিদর্শন মেখে নিয়ে প্রার্থনা মানুষের টিকে থাকার
একতরফা রাত্রিযাপনের দীর্ঘশ্বাসে ।।

© Abhijit Halder
   28.10.2023