পথের ধুলো এঁকে দেয় চলার পথের চিহ্ন
বুকের গভীরে শূন্যতার ডুব
পাখি প্রজন্মের দীর্ঘশ্বাস ফেলে ছেড়ে চলে যায় মানুষ
দূর বহুদূরে - যেখানে থাকে না চলার পথ
জীবনের সাথে মিলে যায় বেরঙীন।
এই পৃথিবীর সমস্ত ধুলোকণা হিসেব নিকেশ
জলছবি আঁকা শিল্পীর হৃদপিন্ড ছুঁয়ে মুছে যায় সময়।
কারাগারের আসামী ছাড়া পায়
ধূসর রঙ এলিট্রাফ কাজল আঁখি পেতে
জাহাজের মাস্তুলে বিজয়ের পতাকা ওড়ে।
মানুষের মিছিলে ফুসফুস বেদনা ছটছট করে।
আগুনে পোড়ে দগ্ধ সভ্যতা সংস্কৃতি
এমনকি মানুষ। একদিন উল্কাপাতে নক্ষত্র অভিনয় ভূমিকাতেই অপমান।
পথের পথিক পথ খোঁজে বেঁচে থাকার
মানুষ অধিকার হারালে বেঁচে থাকতে পারে কি!!
একশো সমুদ্র পাড়ি দিয়ে জন্ম মৃত্যু হয়েছে বিপন্ন।