আমি বললাম কবিতা কখনও মানুষ হতে পারে না
তবে মানুষ মানুষ হতে পারে কি ?
গাছেদের জীবন শিকড়ের টানে দীর্ঘ
মানুষ দীর্ঘ সময় ধরে এগিয়ে চলে জীবনের পথে
নির্জনে একাকী বোধ নির্ণয়ে।
সমস্ত দিন রাত্রি বয়ছে অভাবী হৃদয়ে।
একটি কবিতা লেখার জন্য এই সময় আমার প্রিয়
দেখা নেই কোনো আলোকবর্ষের সূচিপত্র।
মনের গভীরে চাঁদের ক্ষয় অবঘর্ষ।
ধামাকা কবিতার বিশ্বযুদ্ধ শুরু
শুরু থেকে শেষ হয়েছে বহু বাতাসের সুর
দেশ জুড়ে বিশ্বকাপের সেরা ম্যাচ একসময় মৃত।
পাখিদের ডানার বিষণ্ণতার রোদে পুড়েছে তিন শতক থেকে একবিংশ শতাব্দীর বাক্যের ভাষা।
সাদামাটা জীবন গল্পের চেয়েও অদ্ভুত সুন্দর
সবচেয়ে সুন্দর ফুলও ঝরে যায় একসময়
মানুষের ফুসফুস থেকে নতুন প্রজন্মের শ্বাস প্রশ্বাস বেড়িয়ে আসে আগামীর জন্য
এবং একটি কবিতা সমস্ত উৎসবের বিপরীতে কয়েকটি বিচিত্র পাখির রঙে এঁকে চলে সফলতার অধ্যায়।
© Abhijit Halder
24.10.2023