শব্দহীন হৃদয়ের অজস্র গল্প
পথ চলতে পারে না।
সবকিছু মানিয়ে নেওয়া যায় না !
গাছেদের পাতা ঝরে যায় এক সময়
আর মানুষ হারিয়ে যায় কোনো না কোনো সময়।
অধিকার স্বার্থপর স্বতন্ত্র
অতি অল্প স্মরণ একত্ব চরিত্র
ঘুমের ভিতর অশুভ কল্পনার ছবি
আচরণে বোঝা যায় মানুষের স্বভাব
আর উৎকর্ষ এক সমুদ্র শোষণ।
শুকনো অনুরণনের প্রতিবাদ পড়েছে মেঘের গায়ে
নীলচে বেদনার স্থানবন্দী মায়াজাল নিদারুণ
সমুদ্র মৃত্যুপথযাত্রী জীবাশ্ম
শূন্যের ভিতর পূর্ণতার আগমন
পথ খোঁজে আলোকবর্ষের।
হৃদয়ের প্রতিবাদ ভূমিকা ক্ষয়ে যায়
অবগাহনের বিষণ্ণ রোদ্দুরে।
সরীসৃপ জীবনের জমিতে বিনাশ বিষাক্তকীটের
এ ভীষণ সাদামাটা জীবন সরলতার
আর মানুষের আগমন একটি উদ্ভিদ প্রজন্মের চেয়েও ধীর।।
© Abhijit Halder
23.10.2023