কাগজের নৌকা ডুবে যায় চোখের নদীতে
চিঠি আসলো মনের সমুদ্র'তে
পথ হারিয়ে গেল হাতের আঙ্গুলেতে
তবুও ভুল বুঝে হৃদপিন্ড দূরে গেল সরে।
সরীসৃপ জীবন আমার নতুবা একহারা পাখি
কীটপতঙ্গদের ঘুমের প্রহরে বাজিয়ে আসি বাঁশি।
কেটেছে রাত উদাসীন কবিতার পাতা উল্টে
তারা দূরে গেছে সরে -- বন্ধুরা ঋণের চাপে শ্রমে।
দিন রাত্রির পৃথিবী - চোখে গভীর স্বপ্ন
হারিয়ে যায় মানুষ কত হারিয়ে যায় সময়
পালকহীন পাখির উড়তে গেলে মানাই !
বৃষ্টি আসলে বুঝে যাই মানুষ কীসে অসহায় !
২৫.০৮.২০২৩
Copyright Reserved