হৃদয় ভরে যায় চন্দ্রগ্রহণে
নতুন পথে চলি
মানুষের তৈরী পথ নয়
এ পথ জীবন অধ্যায়ের।
ছায়াঘেরা পথে মানুষ হারিয়ে যায়
কোকিল ডাকে বসন্ত ঋতু এলে।
অজস্র স্বপ্ন মিথ্যা হয়
জীবিকার তাগিদে --
কেউ কথা রাখতে পারে না
কথা রাখার মনুষ্যত্ব থাকে না মানুষের ভিতর।
দুচোখে পাহাড় দেখছি
আর আকাশের মেঘেদের রঙ
দূর হতে বহুদূরে পৃথিবীর রূপভেদ
সব অবিনশ্বর কিংবা নশ্বর।
সময়ের কাছে ঋণ অজস্র যুগের
হৃদয়ের উত্তীর্ণ পথ থেমে যায় চেতনার গভীরে
নতুন পথে উদাসীন ভাবনা ভরে যায়
তাচ্ছিল্য অবকাশে খন্ডহীন ব্যবধানে।
© Abhijit Halder
21.10.2022