জয় পরাজয়ের নিয়মে সবাই বেড়ে ওঠে
এই শহরে এই পৃথিবীতে।
মানুষেরা বিসর্জন দেয় সমস্ত আত্মপরাজয়
ক্ষয়ের নিকটে এগিয়ে।

পার হয়ে যায় অজস্র স্মৃতিচিহ্ন
আত্মপ্রত্যয়ে জ্বলে ওঠে বিরহ
সরে যায় আশার আলো
একগুঁয়ে উত্তাপ মেরুর পথে।

পৃথিবীর অতি সংশয়ে ক্ষুদ্র প্রয়াস
অর্থ খুঁজে পায় মানুষেরা
সত্যের সম্মুখে এসেও থেমে যায়
বিবেকের পূর্ণ অন্ধকারে।

পরাজয়ের গান বেজে ওঠে হৃদয়ে
বুঝিনি মানুষেরা গ্রহদের সংকেত
আলোকবর্ষের পূর্ণ দূরত্বে দূরে যায় মানুষ
বৈচিত্র্যময় পৃথিবীর মায় ত্যাগ করে।

© Abhijit Halder
    12.10.2023