যুদ্ধে ভেঙেছে হৃদয় নিরুদ্দেশ মন
আগ্রহ নেই বৃথা প্রয়াসে উদাসীন।
নির্জলা দুপুরে ক্রমাগত নির্জন আশ্রয়
ভালোবাসা নেই প্রবন্ধ রচনাই উত্তম।

ভাঁজহীন শিরদাঁড়ায় ক্ষয় মানুষের জীবাশ্ম নয়
ডুবে যাওয়া জাহাজের ভগ্নাবশেষ পরিবর্তনশীল
পরিবর্তনশীল একশো কোটি বছর
দেওয়া নেওয়ার হিসেবে ব্যবহার হয় নিয়ম।

ভাগ্যের চাকা স্থিতিকরণ
ডুবে যায় একশোটি জীবন্ত রাত
কেউ কথা রাখে না ! কথা তো চূড়ামণি নয় !
শেষ হয় অস্তিত্ব কিন্তু অবকাশ তো মৃতজীবী নয়!

      ২৪.০৮.২০২৩
Copyright Reserved