ঘুরে দাঁড়িয়েছি স্বপ্নের হাত ধরে
যতটা আবেগী হয়ে
ততটা অভিমানী হয়ে।
গাছেদের পাতা উন্মাদ আগে ছিল মানুষের মত
এখন স্থির ক্ষয়িষ্ণু।
ধোঁয়া মিশে যায় বাতাসের সাথে
পথ মিশে যায় অরণ্যের পথে
বিষাক্ত চোখে স্বপ্ন দেখে চেয়ে দেখছি অনুভব
অপেক্ষার প্রহরে ফুল ফোটে না আজও
কেননা সমুদ্র অবগাহন সহিষ্ণুতা।
পলি জমে নদীর উপকূলে
তেমনি বিষাদ জমে মনের উপকূলে
চূর্ণ - বিচূর্ণ হয়ে যাওয়া পাথরের টুকরো দিয়ে
এই শহর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রোজ
তাঁর খবর রাখে কতজন !
পরাজিত সব মানুষের শিরদাঁড়া বেয়ে
নেমে আসে হিমের স্রোত
আঙ্গুল জুড়ে অন্ধকার রাত্রি পালা করে আসে
আর নিয়ে যায় তাঁদের অধিকার
পড়ে থাকে শুধু শূন্যতা আর জড়তার লড়াই।।
© Abhijit Halder
08.10.2023