সব কিছু জানতে চাইলাম
এই পথ চলা পথ ভোলা কিছু হারানো আর কিছু পাওয়া।
তারাদের মত সময় ফুরিয়ে যায় - সময় ফুরানোরই কথা
আর দুটি চোখের দূরত্ব ভালোবাসা বিচ্ছেদ বুঝলাম।
কথা রাখা কথা না রাখা ফুল ঝরে যাওয়া সবই দেখলাম
আকাশের নীল মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা সবই দেখলাম।

সময়ের হিসেব জাহাজের নাবিকের পথ
মরুভূমিতে যাযাবরের পথ জানলাম বুঝলাম
অনুভবে নিজের হৃদয়ে ধারণ করলাম সেইসব পথিকদের জীবন
যাদের চলার পথে চঞ্চল হয় জীব ও জড়
সেসব জীব জড়দের  জানলাম বুঝলাম
ভাবলাম চিন্তার গভীরতা কতটা সমুদ্দুর।

বাক্যের ক্ষয় পৃথিবীর অক্ষাংশ শূন্য পূর্ণ জানলাম
পায়ে দলানো ঘাসেদের আত্মসংভ্রম দরদী ঈষৎ করুণা
দমিত হৃদয়ের মত বুঝলাম।
দাঁতে দাঁত চেপে টিকে থাকার লড়াই শিখলাম
পৃথিবীর অচেনা অজানা পথে একাই হাঁটতে শিখলাম
আর সামনে পিছনে কিছু আবছা মুখের প্রতিচ্ছবি মাড়িয়ে গেলাম।।

© Abhijit Halder
      05.10.2023