অক্লান্ত পরিশ্রম
সমস্ত চাওয়া - না পাওয়া নিয়েই এ জীবন।
দিন রাত্রি সময় বয়ে যায় পরম্পরা।
যারা মানুষের কাঁধে হাত রেখে একসময় বলেছিল সঙ্গে আছি
তারা শেষমেশ থাকে না
সমস্ত পথ একা একাই চলতে হয় - চলতে শিখতে হয়
বাঁধা বিপত্তি হতাশা বিচ্ছেদ দুঃখ দূরত্ব সমস্ত কিছুই থাকে সেখানে
আর তা থাকে বলেই জীবন এত সুন্দর এবং বেঁচে থাকাও আরো বেশি ভয়ঙ্কর সুন্দর।
আকাশ বাতাস মরু পাহাড় সমুদ্র সবই চঞ্চল
এই পৃথিবীর সমস্ত উপাদানই চঞ্চল
আরশোলাদের পথ চলা কিংবা শামুকের পথ চলা
এসব দেখেই বড় হয়েছি ক্রোধহীনতায়।
এক অগাধ জেদ কাজ করে মনের ভিতর
পাখি জন্মের নতুবা গাছ জন্মের।
পৃথিবীর মানচিত্রের পাতায় নির্দেশকের চিহ্নে রঙ থাকে না যেন বির্বণ
যেন পুরোটাই সাদাকালো
মানুষের জীবনও কী তাই !
নাকি আঙ্গুল জুড়ে বিষাদ বিশ্বযুদ্ধ।
© Abhijit Halder
04.10.2023