পরিত্যাগ লাঞ্ছিত অবমাননা
দীর্ঘ মুহূর্তে হারিয়ে যায় সব রাতের তারা
পথ খুঁজে পায় না যোগ্য অধিকারে।
দোআঁশ মাটির গন্ধ বিষাক্ত সারের তেজ
উপযুক্ত বাতাসে ছড়িয়ে পড়ে চারিপাশে
মনে হয় নিতান্ত কাল ধরে আমি তাই চেয়েছি
এই পৃথিবীর বিষণ্ণ দুপুরে রোদ আর মেঘের মেলামেশা।
অজস্র রজনীর দ্বার খুলে তিলোত্তমা নগরী ব্যস্ত বিশাল সমুদ্র আকাশ মরু বেদনা
সুশীর্ণ স্মরণে শোক থাকে না
মিথ্যা খেদ মানুষের মনে বিস্তার করে।
পথে পথে বীভৎসের আর্তনাদ
পৃথকীকরণের নীতি এগিয়ে প্রতিবাদ
সমস্ত চিন্তাভুলে বিবর্ণ রঙে মুক্তির বিবর্তন
আকাশ থেকে হারিয়ে যায় মায়াবতী পথ।
লড়াই করে বিবশ প্রহর সম্পূর্ণ বিপন্ন
জীর্ণতার ইতিহাস আগামী পরাভূত নিরুদ্বিগ্ন
উদাসীনের চেতনা জ্বলন্ত চোটের প্রলেপে পূজারিক্ত।
Copyright Reserved
25.09.2023