এই শহরের তুমুল বৃষ্টিতে ভিজবো
চোখ থেকে অবিরাম অশ্রুধারাকে লুকাতে।
হাতে অধিকার পাষাণ হৃদয় খসবে
ভাঙবে মন....
চোখের নদীতে বরফ জমবে ক্রমান্বয়ে
পথ শূন্য করে।


শব্দযুদ্ধের দাবানলে আসামী
মানুষ চিবিয়ে খেয়ে।
কাগজের টুকরো পথ আঁকবে
শহরে ব্যস্ত দিন রাত।


২২.০৮.২০২৩
Copyright Reserved