আলোর পথে হেঁটে যাওয়া জীর্ণতা
সময় ফুরিয়ে যায় ; সময় ফুরানোর'ই কথা
সমস্ত কিছু শেষ হয় তবুও বহু কিছু শেষ হয় না পা থেকে ধুয়ে যায় ধূলো-কোনো দাগ থাকে না। বিষাদের চিহ্ন নির্দয় কারো জন্য নয়
বাক্যের ভাষা অদ্ভুত; খন্ড-বিখন্ড অভিশাপ মহাপূর্ণ।
ক্রোধশূন্য হৃদয়ে দূরুত্ব ঝরে যাওয়া হলুদ পাতা উত্তরমেরু হতে দক্ষিণমেরু ভিন্নতা ক্লান্তি। সবেমাত্র মাথা উঁচু করার নিয়মে স্থায়ী নিরক্ষরেখা
চলে যাওয়া দুঃখ উবে যায় মেঘে মেঘে দুর্বল।
অক্ষরে অক্ষরে মানুষের মৃত চোখ
বিশুদ্ধ সব মহাসাগর একাকী নিঃসঙ্গ
দাসত্বের কথা স্থান পায় না এখানে
জাহাজের মাস্তুলে চোখ রেখে ক্রমাগত এগিয়ে যাওয়া।
১৫.০৯.২০২৩
Copyright Reserved