কথা ছিলো কিছু মৃত কিছু জীবিত
তুষারের রঙ পাহাড় সবুজ ঘাস হলুদ পাতা সবই
বর্ষাকালে কোনো নদীর মতো হারিয়ে যেতে দূরে।
চোখ দিয়ে অনেক কিছু দেখা যায় না, দেখতে নেই
মনে নেই সেকথা এখন সব মৃত আর কিছুটা জীবিত।
বিবর্ণ রঙ অচেনা পথ আকাশ জানে কত কিছু
নিভে যাওয়া প্রদীপের আলো বিষাদের সমুদ্রের নোনা স্রোত
আর দাঁতে দাঁত চেপে টিকে থাকার খিদে।
কথা ছিলো মানুষের কথা ছিলো অমানুষের
সাদা রঙ কালো রঙ উড়ে যাওয়া ফানুসের বল
মেঘের নীচে আশ্রয় বিবাদের কল্পনা আপশের শৃঙ্খলা
সবই জেনেছি। আর এখন তারা মৃত খুব মৃত জড়তা
হাসি নেই খুশি নেই দেওয়ালের কান পেতে আঘাত
শব্দের জোয়ারে মৃততা জল্পনা সবই জীবনের এক অবকাশ।
১৪.০৯.২০২৩
Copyright Reserved