অঙ্কের সমীকরণটা বোঝাতে চেয়েছি
আলোকবর্ষের সাথে -- গাছেদের রজনী
আঙ্গুল পেতে ঘুম সবই বোঝাতে চেয়েছি
যেমনভাবে আকাশের বুক থেকে তারা খসে যায়
তেমন গতিতে।


মানুষ হেঁটে যায় পথে
পাখি উড়ে যায় আকাশের পথে
কেউ বোঝেনি পরিচয়!
সমীকরণ বোঝা যায় অঙ্কের নিয়মে।
নিউটনের গতিসূত্রতো তিনটিই।


জীবের জীবাশ্মের ক্ষয় জীবনের নামে
মৃত পাহাড়ের অবগাহনে দেখেছি
মিছিলের রোদ্দুর আয়োজন
ফাঁকি দেওয়া মাছ মাছরাঙার শিকারে।


     ৩১.০৮.২০২৩
Copyright Reserved