আলোর পথে এগিয়ে যাওয়া মানুষ
অন্ধকার পথে চলতে শেখে না
তাই কাগজে মোড়া স্বপ্নের ঘর ভেঙে যায় তাঁদের।
পথ হারানো মানুষের কথা বলি
কার্ল মার্কসের পুঁজিবাদের চেয়েও তীব্র সুরে।
এক যুগ পেরিয়ে অন্য যুগ আসে
মানুষ নতুন পথ খোঁজে আবার অনেক পথ হারায়।
নীতি বদলায় শাসক বদলায় রাষ্ট্র বদলায়
এমনকি মানচিত্র ও বদলে যায় সাম্রাজ্যবাদের কবলে পড়লে
মানুষ বুঝতে পারে না সঠিক পথ কোনটি ?
একসময় বুঝতে না পেরে ভুল পথে চালিত হয়।
দার্শনিক তত্ত্ব থেকে উঠে এসে
সমাজ বদলায় এমনকি দেশ বদলায় মানুষ
সমস্তটাই পৃথিবীর বিপরীতে গিয়ে।
আলোর পথে এগিয়ে যাওয়া মানুষ
অন্ধকার পথে চলতে শেখে না
তাই মৃত স্বপ্নের চেয়েও তীব্র বেদনাদায়ক শোকে হৃদয় ভেঙে যায় তাঁদের।
যুগের পর যুগ আসে
মানুষ বদলায় শহর নগর বদলায় এমনকি বদলায় পৃথিবীর বৈচিত্র্য
তবুও মানুষ আলোর পথ খোঁজে
কিন্ত এক শ্রেণীর মানুষ তখন অন্ধকার খোঁজে অতিসন্তর্পণে।।
©Copyright Reserved
Abhijit Halder
11.12.2023