অচূর্ণ হৃদয়ের অবগাহে জন্মহীন চঞ্চলা
চোখের ছেদে বেরঙীন আত্মসংভ্রম
চিন্তার পাঠশালায় একুশটি মৃতদেহ শায়িত
পরিচয় নেই -- তাঁদের।
গতিহীন নদী সমুদ্রজন্ম লাভ করতে পারে না
কেন পারে না ? ভূ-বিজ্ঞান অজস্র তত্ত্বের ভিত্তি প্রাচীর
আঙ্গুল দেখিয়ে আন্দোলন ভড়কে দেয়।
আমি অচ্ছেদ্য মানচিত্রে বিষের হেমন্ত শূন্যজারজ আঁকি
দেবতারা লেখে টিকে থাকার ব্রহ্মজাল - মানুষ পারে না জানতে
জানতে পারে না বলেই তো চোখের শত্রু বিষদর্পণ ;
কয়লা জ্বলে অভিযোগ মানুষের বিরুদ্ধে দেবতারা স্থিরময়।
ভিক্ষার আঁচল পেতে: আঁচলে জমে অশ্রুজল
পায়ের নিচ থেকে উবে যায় মাধ্যাকর্ষণ
মাথার উপর থেকে উবে যায় দেবতার হাত।
৩০.০৮.২০২৩
Copyright Reserved