কবিতা:- অবকাশ -১
লেখক:- অভিজিৎ হালদার


কত চোখ মৃত পায়ের তলায়
আকাশে তারা ওঠে জ্বলে খসে
মানুষ হারায় পথ।
শামুকের হৃদপিন্ড মরুভূমি
সত্য নিখোঁজ অসম্পূর্ণ পাখির চলার পথ।


অতিবৃষ্টি চঞ্চল ছায়াপথ আদি নশ্বর
উপবাস তাচ্ছিল্য অন্যায় ক্ষতি নেই শূন্যের সঞ্চয়।



কত চোখ মৃত হাতের তলায়
বন্দীদশা মহাপাপ খ্যাতির আঘাত।


২১.০৮.২০২৩
Copyright Reserved