ভালো কেউ বাসেনি।

বসেছিল স্বার্থের মেলা ; প্রেম তো আসেনি।

তবু প্রেম দিয়েছিল সাড়া-

গাল ভরা কথা বলেছিল ; নাকি আমি ছাড়া

বৃথা এ জীবন তার-

কত ভাষা লিখেছিল ! কত অলংকার !

তারপর একদিন মিথ্যা অহংকার

ভেঙে গেলে পর,

হেসেছিল প্রণয়ীর চোখের উপর।



ভালো কেউ বাসেনি।

মনের আঁধার গৃহে প্রদীপ জ্বালেনি,

তবুও গৃহিণী !

ভাবি শুধু এই,

এখনো কি নাটকের সমাপ্তি নেই?

পুরাণের যত সব অধরা কাহিনী-

পড়ে আজ এই অনুভব-

সীতা-সাবিত্রীহীন ভীষণ বাস্তব,

বড় দুঃসময়,

ও সব কল্পনা ছিল, এই মনে হয়।



ভালো কেউ বাসেনি।

এ কথা হৃদয় তবু কখনো বোঝেনি।

সত্য হলো এই,

স্বার্থহীন প্রেম আজ কোনখানে নেই।

তার টানে আপন যে, সে ও হলো পর

নিত্য সহচর,

ছিঁড়ে দিল বন্ধন যত-

তবে নাকি এদেশের মত

ভায়ের মায়ের স্নেহ কোথাও থাকেনি ?

মিথ্যা ঢাকেনি।

বসেছিল স্বার্থের মেলা ; প্রেম তো আসেনি।