মেনে নিতে হবে;
এ ছিল কপালে লেখা - শুধু এই ভেবে।
যা তোমার নয়-
যা তোমার বাণীহীন করুন হৃদয়,
বিস্মৃতির তলে দিতে পারেনি এখনো-
তাকে রেখে দাও তবে;সঘন
রজনী যদি নক্ষত্রের আলো,
দিবালোকে ভুলে যায় - স্মৃতির প্রদীপ জ্বালো
একাকী নীরবে,
ভুলে যাও; ভুলে যাও সারারাত কেটেছে কিভাবে।


কিভাবে এ ভুলে যাওয়া বোঝেনা তো মন।
পরিচিত জন-
এতদিন পাশে থেকে তবুও যখন
বোঝেনি কি চেয়েছিল আহত হৃদয়-
কেন তবে হারাবার ভয়
মনে রাখো আজও?
তোমার আকাশে কবি তুমিই বিরাজো-
অন্তরে যা হয় হোক করো না প্রকাশ,
স্বার্থের জগতে কারো নেই অবকাশ।