এত নাটকের কি আছে?
মান যায় পাছে?
তাই বুঝি হাসিমুখে প্রনয়ের ভান?
অন্তরে কামনা তো পাহাড় প্রমান।
হাত পেতে দাঁড়ালেই হতো,
তা না করে ভেকধারী রাবণের মতো
সততায়, দীনতায়, অবনত শিরে,
নীরবে দাঁড়ালে এসে জানকী-কুটীরে।

ছোট ছিল ঘর,
জ্যোৎস্নায় ভরে ছিল: ভালো ছিল প্রতিটা প্রহর,
মারীচের লালসার শ্বাসে-
সব গেল ধীরে ধীরে আগুনের গ্রাসে;
অচেনা শহর ছেড়ে অবশেষে রাম,
ফিরে এলো পুনরায় পঞ্চবটীধাম।