লজ্জা
বাইরে তো মানুষের মত।
একটু লজ্জা তাই হোক অন্তত,
পদে আছো বলে
যেটা খুশী করে চলো মানবতা ভুলে,
হাসি-তামাশায় দেয় স্তাবকেরা যোগ,
অসহায় চিৎকার করো উপভোগ।
পা-চাটার দল হয় দিনে দিনে ভারী,
অকাজের কাজে ব্যস্ত, শুধু দেখনদারী।
বাইরে তো মানুষের মতো,
একটু বিবেকবোধ হোক অন্তত,
কত আর যাদবপুর কটা আর জি কর?
অনেক অকাল মৃত্যু হলো পরপর,
প্রতিবাদে প্রতিবাদে মোমের মিছিলে
তোমরাও সাধু সেজে যোগ দিতে এলে,
অকাজ এর কাজে,
ঘটনা হারিয়ে যায় নাটকের মাঝে,
আজব এ শহর,
প্রাণ যদি চলে যায় তবেই তৎপর,
যদি কুঁড়ি ঝরে যায়, ঝরে যায় শ্বাস,
এটা হবে ওটা হবে - তবেই আশ্বাস।
অভিজিত বৈদ্য