বৈশাখী ঝড়
কোনো বৈশাখী ঝড়ে,
সে এক ভ্রান্তি এলো শান্তির ঘরে।
বাকিটা তো জানা,
কামনার প্রলোভন; তাই ভেঙ্গেচুরে ছোট ঘর খানা
গেল ততদূর,
যত দূরে গেলে মোছে সিঁথির সিঁদুর।
তারপর এলো তার লালসার ঢেউ
সুনামির মতো; অনেকেই ছিল, তবু কেউ
থামালো না তাকে,
সুশীল সমাজে যারা মহত্বের ভান করে থাকে,
ভাষাবিদ সব ,গড়ে শুধু শব্দের স্তুপ,
রঙিন সুরভি পেয়ে তারাও যে চুপ।
বন্ধু, প্রেমহীন লোলুপ নয়ন,
দেখিও না আর; এ যেন হৃদয়ে আরো অসহন
ভার আনে। যাও ফিরে যাও,
প্রেম নেই, তা ও এই হৃদয়ে কোথাও
রাখা আছে আলো,
যদি দেখি এইভাবে সেটাও হারালো,
ক্ষতি আরো তবে।
সবকিছু একদিন জানি শেষ হবে,
তবু প্রার্থনা প্রতিদিন-
বিদায় রজনী হোক কলঙ্কহীন।