অশৌচ
বড় বিস্ময় লাগে।
আঙিনা যখন লাল রক্তের দাগে,
একদল বর্বর,
ছারখার করে দিলো আমাদের ঘর,
কিভাবে কি হলো কেউ জানলো না ঠিক,
অকালে মরণ এলো, তা ও পাশবিক,
ঘুম ভুলে দেশবাসী রাজ - রাস্তায়,
বিচারের অপেক্ষায় দিন কেটে যায়,
নিদারুণ শোকে, যখন দুচোখে আর ভাষা নেই কারো,
তখন আহ্বান এলো "উৎসবে ফেরো"।
কিভাবে এ উৎসব হবে?
মানবতা অশৌচ নিয়েছে নীরবে।
যে ক্ষতি হলো এ ঘরে তার ক্ষমা নেই,
প্রার্থনা এই,
সুবিচার অন্তত সান্তনা হোক,
এ ভীষণ শোক,
সময় ভুলিয়ে দিক, রাজনীতি নয়,
অশৌচে উৎসব কখনো কি হয়?
যেটুকু হওয়ার ছিল হলো না এখনো,
তাহলে হে যজমান, এ আহ্বান কেনো?