এ কেমন বিচারের ধারা
অন্যায় করে এল এতকাল যারা,
তারা হলো নির্দোষ,
আর যারা উদাসীন, মুখবুঁজে অকারন রোষ
সয়ে এলো, আচরণে দীন-
সেইসব বঞ্চিত প্রতিবাদহীন
দণ্ডিত হলো। বুঝি না এ কেমন বিচার !!
তবে বুঝি গোপনীয় নানা অভিসার
আসনে আসীন,
দিন কে করেছে রাত, রাত কে ও দিন।
মানব হৃদয়
যদি সব অনুভূতি আঁধারে হারায়,
ভুল যদি শোধ হয় জীবনের দামে,
তবে সে তো বিচারই নয়, প্রহসন বিচারের নামে।
নেমে যাও তবে।
এ আসনে এরপর আদৌ মানাবে?
বিধাতার প্রতিনিধি নাকি!
প্রার্থনা করি, যেন দূরে দূরে থাকি,
হৃদয়ের শৃঙ্খলে থাকুক জীবন;
স্তাবকের দলে মন
মিশিয়ে না যায়; আতঙ্ক হয়
সবই অচেনা আজ, এ আমার দেশ নয়।