আবার সেই নক্ষত্র, আর একলা পথ চলা শুরু।
দু হাতে অভ্র মেখে রাঙিয়ে নেওয়া শরীর নবজাতকের মত ইতিহাস হীন।
সময়ের হাত ধরে য়ুক্যালিপটাস্ ও আরো মসৃণ হবে কিছু সময় পর,
তারপর মিশে যাবে সূর্যের শেষ আলো নিয়ে অন্ধকারে।
হুইল ছিপের ফাতনার মত চঞ্চল হয় যখন
এ জীবনের সকল সময়:
আম-জামরুল-ফলসার বন পেরিয়ে -
সেই কামরাঙা মেঘটা আবার আসে,
হালকা পাতলা ওড়নার মত তুলে নিতে ঠোঁট-ভারী-অভিমান।
মোহের চেয়ে বেশী কিছুই নয় জেনেও তো
কত প্রেম আসে, কত নদী পথ হারায়!
আবার,কত ঝরে চলে ঝর্ণা ধারার মত অবিচল।
ঝাড়বাতি-জ্বালা-প্রোমোদের নিভৃত শয়নঘরে,
নাচে, উদ্বেল কামনায় রক্তিম রাত ময়ূরী।