বৃষ্টি-দূর-আকাশ এর রামধনু রঙ মেখে
ভিজলাম শেষবার এই কবিতায় আমি আবার!
কামরাঙা মেঘ বিদায় নিয়েছে অনেক আগে,
পিছনে ফেলে এ জীবনের ঠোঁট ভারী স-ব অভিমান।
কিছু প্রশ্ন রেখে গিয়ে মনে, কিছু অজানা বিস্ময় :
সোনালী স্বপ্ন আসে কেন তবু,
রূপালী জোনাকীরা কেন আজো ঝিলমিল!
স্মৃতি-পূঁতী-মালা-সাজে, আজও কে সাজে, সে কোন পরী!
স্বর্গের কাছে জ্বলে কি সাঁঝ তারা পৃথিবীর সব লেন দেন শেষ হলে!
চেনা,প্রিয় মুখ সরে সরে যায় কেন একদিন? কি এত ভীষণ তাড়ায়!
হয় তো বা তাই ছিল সে, বুঝি ভুল ভেঙে যায়।
ওরা সুখি হতে চায়, সবাই, সবকিছুতেই।
অন্তহীন প্রতিযোগীতার টলমল প্রচারের এই পদ্মপাতায়।
যৌবন চলে প্রথা না মেনে জানি - সে কামনায় আদিম,নির্ভীক চিত্তের চঞ্চলতায়।
তাই কি আবার তুমি ভালোবাসায়, কারো আসার নতুন আশায় !
বর্ষা জলছবি আঁকে কত রঙিন,তারপর মুছে যায় মেঘে মেঘে,
একদিন ধুয়ে যায়... হায় ধুয়ে যায় সব।
আমার মনে তাই আজ শেষ কবিতা, লিখি আমি আজ তাই শুধু বিদায়।