কোরান-গীতা-বাইবেল নাই বা জানলাম আমি!
কী এসে যায় নাই বা হলাম পর্দানশীন বা পর্দা বিহীন,
যদি আজ বুক বেঁধে নিই আমি তোমার ভালোবাসায়!
তোমার মতে তোমার পথে আমি নাই বা চললাম পথ!
কী এসে যায় পদ্মায় কিবা গঙ্গায় পূণ্যস্নান নাই বা হলো আমার,
যদি মনে আজান ডাকে কোন অচিন পাখি ভোরের জানালায়!
তোমার ভাষায় তোমার ধর্মের বাণী নাই বা বললাম আমি!
কী এসে যায় আলফাজ্ আমার হলো কি না নির্ভুল,
যদি গহন রাতের তারার ভাষা বুঝি,
হারিয়ে আমি একলা মনের নিবিড় নিরালায়।