তুমি জানো,
তোমার প্রেম ওকে সিগারেটে জ্বালায়!
তোমার নামে ঊল্কি আঁকে শরীরের গোপনে,
লাস্য হাসির নিজস্বী তে তুমি ওর রাতের মোনালিসা সাজো!
তার মনের নিভৃত কোণে, মননে।
রাত জাগে সুদূর প্রবাসে,
তোমাকে সাথে নিয়েই।
তোমার চোখের কালির প্রণয় কাজল,
তোমারই নয়ন সাজায়।
নিঃশ্বাস ফেলেনা সে তোমায় চেয়ে চেয়ে
বিনিদ্র প্রহর গোনে কেবল।
মনে তার যে আজ তোমার ছোঁয়া,
শুধু রঙিন স্বপ্ন জাগায়!
একটি মন খারাপের বিকেলে
তুমি তার হাত ধরে চলো!
অফিস-প্রজেক্টের ফাঁকে
সে তোমায় নিবিড় করে চায়!
আকাশে তখন একটি তারা,
সারা রাত আলো দিয়ে ,
ঘুমে ঢলে যেতে যেতে থমকে দাঁড়ায়!
রাস্তায় মাথা নিচু সব হ্যালোজেন আলো,
স্বাক্ষী থাকে ঐ বাসরের -
চোখ ঢাকে তখন দুই হাতে ওরা
ভোরের আলো আধ ফোটা তখন
শুধু তোমার বেডরুমের বারান্দায়।