ফেলে আসা পথের দিকে তাকিয়ে
মনে হয় এতো দিন স্মৃতিতে:
কোথায় যেন মিশে গেছে সব উত্তপ্ত ভীষণ সেই সময়!
নেতাদের হাততালি পাওয়া অনেক নরম-গরম-বুলি।
মৌন মিছিল করে চলে গেছে ফুটপাথ ধরে ওরা,
সারিবদ্ধ ভাবে মিছে শিষ্টাচার মেনে।

ময়দানে ঘটি-গরম বিক্রি করছে যে বাচ্চা মেয়েটা
তার টিন ঘেরা কুপীতেই শুধু জ্বলছে এখন
ওদের প্রাণের পতাকা ওড়ানো বিপ্লব শিখা।

????????????????????????????????????????????????????
আঁচ-পোহানো উম্ রাত জ্বেলে ওরা জীবিকার তরে হা-ভাতে আজও!
????????????????????????????????????????????????????

রাজনৈতিক ভাবে নির্ভুল কথা বলে বলে সাম্যবাদ কে
এই লাল নেতারাই প্রসাধনী স্লোগান করেছে আজ।
হায়, বিগত বিস্মৃত আজ কোঙার-দাশগুপ্ত-বিশ্বাস রা
এ দেশ জুড়ে রমরমা বিরাজমান তাই
মিষ্টির দোকান, তেলেভাজা, প্রমটারী,
আর সাদা নীল ত্রিফলা আলোর ঝলমলে মেলা।