আমায় তুমি বলেছিলে:
"সত্যিই বলো তো
ভোলা যায়? ভোলা যায় কি!"
(সে দিন, সেই কথা, সেই চন্দন মাখা চাঁদের নীচে কিছু সময়
আর,এলোমেলো হয়ে যাওয়া কিছু ছবি!)
তুমি বলেছিলে:
"কি মজাই না হতো যদি delete মারলে
মন থেকে মুছে যেত সব একেবারেই!"......
...........
.....আমায় ভুলে তখন হয়তো, গাছ-কোমর-বাঁধা শাড়ী তে তুমি,
এক পায়ে নূপুর পরে নাচের তালে তালে,
গাইছো বিভোর হয়ে প্রেমে একা :
"মম চিত্তে, নিতি নৃত্যে, কে-যে নাচে!!!"
তখন, ঈশান কোন ঘিরেছে কাল বৈশাখী এসে,
মেঘ রঙের ওড়না গায়ে জড়িয়ে তোমার কাছে।
শিরশিরে হাওয়ায় পর্দায় ঘূর্ণিঝড় উড়িয়ে
যত্নে গোছানো ফুল-সমেত-ফুলদানী, হেলিয়ে দিচ্ছে বারে বারে।
উদ্বেল-প্রেমের ঝাপটা শাসনে আজ তোমার মনের সমস্ত কপাট খোলা
অসাবধান জানালারা, দুমদাম আছড়ে পড়ছে মাতাল হয়ে।
যত্নে মোড়া বিলুপ্ত প্রায় জার্মান-রীড-হারমোনিয়াম,
মুক্তি পেয়েছে সরগমের বাগেশ্রী মূর্ছনায়!
গগন ভরা সুরের গাঢ় তান নেমেছে তাই বৃষ্টি হয়ে অঝোরে।