কেন প্রেম ,কেন অত ব্যথা !
কেন কাঁদা!
কেন মায়া, কেনই বা ফিরে ফিরে দেখা।
কেন বসন্ত যে, কেন ভালোবাসা!
অফুরন্ত হৃদয় নিয়ে,
কেন শুধুই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া!
বেঁচে নেই তোমায় সাথে নিয়ে সেই বিকেল বেলা আর!
সময়ের উত্তরণ ফেলে ধানমাঠে আল ভেঙে ভেঙে চলা।
আজ মজে যাওয়া জয়ন্তী নদীর সাথে ব্যথা নিয়ে প্রাণে,
স্মৃতিতে নদীর সাথে সেই শৈশব সখ্যতা!
সোয়েটার এর হাত গুটিয়ে বসে তার কোলে কত জল-বালি-খেলা।
সত্বাহীন আজ, ভীত চকিত সেই নদী!
বুকে তার সিমেন্ট রাস্তার কঠোর প্লাস্টার, কালভার্ট, নালা।
সরল সেই আবদুল, সহজ সেই মধুপুর, টাঙা, বিলুপ্ত আজ।
শহুরে সভ্যতায় অলংকৃত আজ কার তরে মিছে দুরাশা।
স্বপ্ন কে আকাশ করে, অবকাশ পাই যদি ডানা মেলে,
শুধু একমনে ওড়ার মুক্ত উচ্ছ্বাস!
সব দুঃখ নীচে ফেলে শঙ্খচিলের মত,
অবাধ নির্বাসন দাও তবে আবার,
ঝাপসা হয়ে মুছে দিতে :
এই পৃথিবীর সব দৃশ্যমান লোভের শত প্রচার আড়ম্বর।