থাকে না যখন হৃদয়ে এ স্পন্দন আর,
এ জন্ম, এ পৃথিবীর হয় ক্ষণকাল বুঝি!
একদিন জানি তাও লয় হয়।
কিছুকাল তবু জেগে থাকে রোজকার উদ্যম, নিঃশ্বাস,
উড়ে ফেরে,শুকনো পাতা কুটো জ্বালানো গন্ধের মত বাতাসে।
বৈশাখর বিদায়ী কোকিল করে তাকে,
বসন্ত-বিরহের কূজন -পরিহাস।
অনেক অগ্রদাণী মেঘ এসে ঈশান কোণে স্মৃতির পড়ন্ত বেলায় ভীড় করে তাই,
সাথে নিয়ে সময়ের চোখ ভেজা, না বলা অনেক ইতিহাস।
আসে রাত্রি ,আকাশের গায়ে ডাস্টার দিয়ে মুছে দিতে,
আলো রঙীন আলপনার বিপুল সমাহার।
তখন জীবন কে বিদায় জানাতে চায়:
শুধু এক নির্লিপ্ত,কথাহীন প্রাণের নীল নিস্তব্ধতা।