জেগেই, কি নিদ্রায়,
সময় শকটে বুঝি সব কামনার উপাদান!
ঝরে চলেছে নিরন্তর,
কাশ ফুলে জমা রাতভোর শরৎ এর শিশির,
যেন নিরেট রক্ত প্রবাল।
ক্ষেত কাটা ফসলের ঘ্রাণে তবু জীবনের উদ্যম জয়গান,
তোমরা বুঝি এনেছ তাই আজ চাঁদ ভেঙে ভেঙে মালসার জলে,
দু হাত তুলে, প্রাণের ঈশ্বরের দোয়া মেনে!
আইনস্টাইন তো কবেই বলেছিলেন:
'চাঁদ কি তুমি থাক আকাশে যদি তোমায় না দেখি আমরা' রাতের রাত পরী করে!
প্রথাগত ধর্মের গোঁড়ামিতে মাথা নেড়ে সায় দাও নি হে তুমি ,
তাই পৃথিবী শুনেছিল: 'ভগবান খেলেন না পাশা এই ব্রহ্মাণ্ড নিয়ে'।
হয়তো বা তোলেন না তার প্রিয়তম নারী কে পণ হিসাবে - বাঁধা রাখতে পুরুষ অহংকারে!
এই অপ্রেমের অপ্রয়োজনীয় স্মৃতি কে,
তোমরা বলবে জানি ধর্মের পবিত্র মহাকাব্য!'
ইতিহাসও যে রাজনীতি করে হায়!
লিপিবদ্ধ করে না কিছুই -
মনের জারজ কামনার কীর্তির ভার সব।
না কি শুধুই কামনার উপাদান!