আমায় আকাশ হতে দাও।
গুনগুনিয়ে ফিরি ভোরের ভৈরবী,
ঋষভ কোমল প্রাণে, সূর্যের প্রথম আলো মেখে
গঙ্গা ফড়িং যেমন ঘাসের পরে অনায়াস!
আমায় দাও মহাকালের প্রজ্ঞা!
মনের গ্রহণ কালে, সকল অমানিশায় জ্বলুক অনন্ত দীক্ষা ,
জীবনের সকল ব্যথার সমীকরণে,
একদিন জারিত ও নিঃশেষ করা অন্তিম প্রার্থনার মত
শব্দহীন, নিঃসঙ্গ, শান্ত, সমাহিত।
আমায় শোনাও প্রাণে সেই মহা ওঙ্কার ধ্বনি!
আপ্লুত হয়ে ঝরুক অশ্রু ধারা।
প্রচন্ডতায় ঢাকুক অস্তিত্ব,
সকল গ্রন্থি মুক্ত হোক,
বিতর্ক শূন্য হিয়া।
আমায় বিলীন হতে দাও আজ রাতের তারায় তারায়,
সিংহ রাশির প্রাচীন প্রাচুর্যের উল্লাসের বিন্যাসে।
শকটে শুয়ে যারা আজ কপট চোখের জমাঠ তারায় স্থির হয়ে আছে
সেই পাথর হীম দৃষ্টিতেই না হয় আসুক এই জনমের স্থির অবিচল প্রেম!