মধু বসন্ত দোলা দিয়ে যায়!
চেনা লাগে কত মুখ।
পাড়ার অটো স্ট্যান্ড থেকে দোকানে ভাঁড়ের চা'য়,
এনেছে দোল মনে কোন অচেনা সুখ!
আবির-কুসুম-ফাগ কুমকুম,
ঐ আগুন পলাশ দোলায় বাতাস।
আমের কুঙ্জে মুকুলের ধুম,
নীল সুরে যেন হাসছে আকাশ।
শ্যাম রাখে রাই, কূল রাখে নাই!
গোপনে তার মনে রয় কে এতো ভীড়ের মাঝে!
রাত-ভোর চ্যাটে, আহা চোখের কোল ফুলে তাই,
তবু প্রেমে রাঙা রাই, আজ মরি দোলের সাজে!
কয় জনা যে বসত করে ভাবের ঘরে তাহার!
শুধু রাই জানে কে তার মনের মানুষ, রঙীন মন যে দোঁহার।