একটু নির্জনতা চেয়ে
গোপনে রক্তাক্ত হয় সে।
গোপনে নিহত।
হয়ে যায় একদিন সে চলমান মৃতদেহ।
প্রাত্যহিকের কোলাহলে, সিনেমা,বাজার,মলে টানাটানি চলে তাকে নিয়ে অনেক।
জীবনে ফেরার নেশায় উৎসবে মাতে সেও,
ভেলপুরি- ফুচকায় কামড় বসায়, হাসে লৌকিকতার দাঁতন হাসি!
অবশেষে বোধদয় হয় তার
জীবনে কিছুই নেই আর ফেরার
তাই আজ সে জীবন থেকেই ফেরার!
গোপনে রক্তাক্ত হয় সে।
নিজের সাথে কথা বলতে,একটু নির্জনতা চেয়ে।
গোপনে হয় নিহত।
ধীরে ধীরে হয়ে যায় একদিন সে চলমান মৃতদেহ।