কবিতা তুমি হয়ো নাকো মুক্ত বিহঙ্গ!
শুনতে বড় ক্লিশে লাগে।
হয়ো না বিদ্রুপ বীণা,
ক্ষণিক কানে বাজলেও কালের নিরিখে,
আজ সব ফাঁকা লাগে।
সমাজ পালটানোর গুরুভার নয় তোমার কাঁধে,
শুধু বুড়ো হও তুমিই, পাল্টায় না কিছুই!
সততার ন্যাপকিন এ লুকিয়ে আনা মুক্ত,
গলে যায় না একেবারেই!
সমাজের সব ক্লাস ছেড়ে বিপ্লব আজ,
বিমানের এগ্zক্ ক্লাসের আরামে বসে।
যে সমাজ পড়েছে কবিতা কেবলই ভারী কাঁপানো কণ্ঠে
আবৃত্তির উপাদান মেনে!
যে সমাজ রবীন্দ্রনাথের ছবি তে মালা দেয়,
কেবলই শ্রদ্ধার বাইট দিতে মিডিয়ায়!
নজরুল ব্রান্ডেড হন হায় কেবলই "বিদ্রোহী কবি",
কবিতা, জাগাবে তুমি তার বিবেক,জনম, মতি?
ঐ দিন আর দূরে নয় এই বাজার অর্থনীতি-সমাজের,
দরজায় টোকা পড়বেই গৃহস্থ কবির।
কানের গোড়ায় পিস্তল দেগে বলবে ওরা :
"Suধু চুম্মায় লিপস্টিক দিয়ে পেমের কোবতে লিখে যা...
বেC মুক্তমনা হলে শেS করে দেব"
শিঁদেল চোরের মত যেমন পাড়ার ওষুধের দোকানিরা
"সামাজিক দায়িত্ব "মনে করে মা বোনেদের নিষিদ্ধ জিনিস
কাগজের মোড়কে, কালো পলিব্যাগে পরিবেশন করেন!
তেমন কবিতার মুক্ত মন আজ শুধুই :
চার দেওয়ালে উড়বে ফিসফিসিয়ে!