আজো বেঁচে আছি যে তবু এই দেশের আশায়
নয় সে কি তাই অনেক খানি?
বীর-বাংলার-ভাঙ্গা, বাংলা মদের নেশায়,
নির্বাচন মাথায়! তাই লাইসেন্স মিলছে সর্বজনী।
হাতে তামা-তুলসী, কি গুটকা নিয়ে যতই বল
এ জীবন মোদের: "ফিরিয়ে নাও"
হলফ নামা, ধর্না-মিটিং-মিছিল করে চল
ওরাএ শহর আজ নিয়েছে কিনে,জানে ঠিক কার "কেতনা ভাও!"
বাঙালীর ইতিহাস আজ কাঁদে নিভৃতে!
"আমি বাঙ্গালী" বলা যেন আজ সাম্প্রদায়ীক মানা!
"কোথা করে নিয়েছি" আমরা ওদের সাথে,
প্রমটার বাড়ি ভাঙবে এবার চুলোয় যাবে সব বনেদীয়ানা.
কানে তুলো গোঁজা বাঙ্গালী শোনেনা কারো কথা আজ, হায়!নেই তার কোনো ইমোশন্!
ভগবান! হে ভগবান! একি হলো!এদের যে আজ কানেও কনষ্টিপেশন্!
বি.দ্র - আমার সহকর্মী সমীর সরকারের সৃষ্টি এই "কানেও কনষ্টিপেশন্" মন্তব্যে অনুপ্রাণিত হয়ে এই সনেট!