আবার সাগরে সেই !
আমায় সেদিন তুমি বলেছিলে
সাগরে এলেই কি এক অশান্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে প্রাণে!
তাই আজ একরাশ চিন্তা ভীড় করে এল মনে।
সমুদ্রের এই অবিরাম ছুটে চলা অনন্ত বিশ্বের পানে
আনে কি সেই অস্থিরতা দেহে- প্রাণে - মনে ?
তাই কি জীবন জোয়ারে ভেসে বৈতরণী পার হয়ে এসেও
আবার সাগরে যেতে চাও তুমি!
কার বাসনায় ঝিনুকমালার সাজ পরে একা একা এসেছো চলে?
এই দূর বালিয়াড়ির অভিমানী নির্জনতায়!
রোদ পড়া বিকেলের হলদে আলোয় স্নান করে
নগ্ন নোনা পায়ে সমুদ্রের ঘ্রাণ মাখা শৃঙ্গার এ!
আজ আর কোনো কথা নয় মুখে
শুধু বুঝি ইশারায় তার সাথে কথা বোলে!
তুমি বললে দাও আমায় তোমার গান
জীবনের আকুতি, তোমার কবিতা।
তাই এল আবার সেই নক্ষত্র, তুমি নিশা,
সাথে নিয়ে অবাধ জোয়ার উদ্দামতার, এল অমানিশা।